Sylhet Today 24 PRINT

এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থা উন্নতির দিকে

বিনোদন ডেস্ক |  ১৫ মে, ২০১৯

রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থান উন্নতি হয়েছে। এছাড়া তিনি স্বাভাবিক খাবার খেতে পারছেন। এর আগে তাকে নলের মাধ্যমে খাবার খাওয়ানো হতো।

মঙ্গলবার বিকালে এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান এ তথ্য জানিয়েছেন।

সালেহ জামান বলেন, এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গত সোমবার থেকে স্বাভাবিক খাবার খেতে পারছেন।

এটিএম শামসুজ্জামানের চিকিৎসার সব ধরনের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকার চেক হাসপাতালের তহবিলে জমা দেওয়া হয়েছে।

দুই সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামান। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত শনিবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

গুণী এ অভিনেতা ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার ও গল্পকার।

অভিনয়ের জন্য পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.