Sylhet Today 24 PRINT

ঈদে ৯টি টিভি চ্যানেলে দেখানো হবে ৩৫টি চলচ্চিত্র

বিনোদন ডেস্ক |  ০৫ জুন, ২০১৯

ঈদকে রাঙাতে দেশের টিভি চ্যনেলগুলো প্রতি বছরই সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে। নাটক, রিয়েলিটি শো ছাড়াও এই আয়োজনে যুক্ত করা হয় চলচ্চিত্র। এবারের ঈদে দেশের ৯টি টিভি চ্যানেল মোট ৩৫টি চলচ্চিত্র দেখানো হবে। দেখে নিন কোন চ্যানেলে কখন কি দেখানো হবে-

বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশ টেলিভিশনে ঈদ উপলক্ষে মোট দুটি চলচ্চিত্র দেখানো হবে। ঈদের দিন দুপুর সোয়া ১২টায় প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’। এতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, ডিপজল, আনোয়ারাসহ আরো অনেকে। দ্বিতীয় দিন সোয়া ২টায় থাকবে ফেরদৌস-শাবনূর-পূর্ণিমার ‘বলো না ভালোবাসি’।

এনটিভি

এনটিভি ঈদ উপলক্ষে মোট তিনটি চলচ্চিত্র দেখাবে। ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিটে আরিফিন শুভ-মাহিয়া মাহির ‘ওয়ার্নিং’। ঈদের দ্বিতীয় দিন সকালে একই সময়ে সালমান শাহ-মৌসুমীর ‘কেয়ামত থেকে কেয়ামত’। ঈদের তৃতীয় দিন সকালে একই সময়ে শাকিব-অপুর চলচ্চিত্র ‘আমার বুকের মধ্য খানে’।

আরটিভি

আরটিভি ঈদ উপলক্ষে মোট ৬টি চলচ্চিত্র দেখাবে। ঈদের দিন সকাল ১০টা ৪০ মিনিটে শাকিব-পূর্ণিমার ‘জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার’। দুপুর  ২টা ১০ মিনিটে আরিফিন ‍শুভ-মাহির ‘ওয়ার্নিং’। ঈদের দ্বিতীয় দিন ১০টা ৪০ মিনিটে ববিতা, শাকিব-অপুর ‘খোদার পরে মা’। দুপুর ২টা ১০ মিনিটে শাকিব-সাহারার ‘মাই নেম ইজ সুলতান’। ঈদের তৃতীয় দিন সকালে পূর্বের সময়ে শাকিব-শাবনূরের ‘ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া’। দুপুর ২টা ১০ মিনিটে মান্না-শাকিব-পপির ‘সিটি টেরর’।

এটিএন বাংলা

এটিএন বাংলায় মোট ৬টি চলচ্চিত্র দেখানো হবে। ঈদের দিন সকাল সাড়ে ৯টায় প্রচার হবে শাকিব-অপু জুটির চলচ্চিত্র ‘হিরো দ্য সুপার স্টার’। বিকেল ৩টায় প্রচার হবে শাবনূরের ‘পাগল মানুষ’। এতে তার বিপরীতে আছেন নবাগত শাহের খান।

ঈদের দ্বিতীয় দিন ১০টা ২০ মিনিটে থাকছে শাকিব-পরীমনি জুটির ‘আরো ভালোবাসবো তোমায়’। একই দিন বিকেল ৩টায় প্রচার হবে বাপ্পী-মিম-আঁচলের ‘দাগ’।

ঈদের তৃতীয় দিন ১০টা ২০ মিনিটে প্রচার হবে শাকিব-অপু বিশ্বাসের চলচ্চিত্র ‘প্রিয়া আমার জান’। বিকেল ৩টায় প্রচারিত হবে ফেরদৌস-মৌসুমীর চলচ্চিত্র ‘পবিত্র ভালোবাসা’।

বাংলাভিশন

বাংলাভিশন ঈদ উপলক্ষে মোট তিনটি চলচ্চিত্র দেখাবে।

ঈদের দিন সকাল ১০টা ১০ মিনিটে শাকিব-অপু জুটির ‘রাজা ৪২০’। ঈদের দ্বিতীয় দিন সকালে একই সময়ে শাকিব-বুবলীর চলচ্চিত্র ‘বসগিরি’। ঈদের তৃতীয় দিন সকালে পূর্বের সময়েই শাকিব-অপু জুটির ‘আমাদের ছোট সাহেব’।

দেশ টিভি

দেশ টিভি ঈদ উপলক্ষে মোট তিনটি চলচ্চিত্র দেখাবে।  ঈদের দিন সকাল ১০টায় শাকিব-অপু জুটির চলচ্চিত্র ‘স্বামীর সংসার’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় ফেরদৌস-শাবনূরের ‘ভালোবাসার যুদ্ধ’। ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় রিয়াজ-শাবনূর-পূর্ণিমার ‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’।

দীপ্ত টিভি

দীপ্ত টিভিতে ঈদ উপলক্ষে মোট ৬টি চলচ্চিত্র দেখাবে। ঈদের দিন সকাল ১০টায় পরীমনি-সাইমনের ‘পুড়ে যায় মন’। দুপুর ২টা ৩০মিনিটে দেখা যাবে শাকিব খান-মিমের ‘আমার প্রাণের প্রিয়া’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় ফেরদৌস-পপির ‘চার অক্ষরের ভালোবাসা’। দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে ডিপজলের ‘আমার পৃথিবী তুমি’।

ঈদের তৃতীয় দিন সকাল ১০টায় মান্না-শাবনূরের ‘সমাজকে বদলে দাও’। দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে শাকিব-অপুর ‘মনে প্রাণে আছ তুমি’।

একুশে টিভি

ঈদ উপলক্ষে একুশে টিভিতে মোট তিনটি চলচ্চিত্র দেখানো হবে। ঈদের দিন সাড়ে ৯টায় শাকিব-অপুর ‘হিরো দ্য সুপার স্টার’। ঈদের দ্বিতীয় দিন সাড়ে ৯টায় বাপ্পী-পরীমনির ‘লাভার নাম্বার ওয়ান’। ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় শাকিব-জয়ার ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২’।

চ্যানেল আই

চ্যানেল আই ঈদ উপলক্ষে মোট তিনটি চলচ্চিত্র দেখাবে। ঈদের দিন আড়াইটায় প্রচার হবে মৌসুমী অভিনীত ‘রাত্রির যাত্রী’।ঈদের দ্বিতীয় দিন সোয়া ১০টায় থাকছে মাহি-সায়মনের ‘জান্নাত’। ঈদের তৃতীয় দিন সোয়া ১০টায় দেখা যাবে অরুণা বিশ্বাস, ফারজানা চুমকির চলচ্চিত্র ‘ভালোবাসার উত্তাপ’।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.