Sylhet Today 24 PRINT

গর্ব হওয়ার মতো অভিজ্ঞতা: পিয়া জান্নাতুল

বিনোদন ডেস্ক |  ০৮ জুন, ২০১৯

বিশ্বকাপে উপস্থাপক হিসেবে কাজ করছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। গাজী টেলিভিশনের পর্দায় তাকে দেখা যাচ্ছে নিয়মিত। ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন মাঠ থেকে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তুলে আনছেন ম্যাচের বিশ্লেষণ।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের ফাঁকে বিশ্বকাপে কাজের রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানালেন তিনি। বাংলাদেশের প্রথম নারী হিসেবে বিদেশের মাটিতে বিশ্বকাপের মতো আসরে কাজ করতে পেরে নিজেকে নিয়ে গর্বিত তিনি।

‘গর্ব হওয়ার মতো অভিজ্ঞতা, একজন নারী হিসেবে সেটি আরও বেশি। বিশ্বের অনেকখানি ডমিনেট করে ছেলেদের ক্রিকেট। এখানে একজন মেয়ে হিসেবে উপস্থাপনা করা অসাধারণ অনুভূতি। মেয়েদের ক্রিকেটও যেন এতটা জনপ্রিয় হতে পারে এবং আমিও যেন সেখানে কাজ করতে পারি সেটিই আমি প্রত্যাশা করি।’

‘খেলার বিরতিতে মাঠের মধ্যে দাঁড়িয়ে কথা বলছি। প্রেস কনফারেন্স এরিয়াতে যাচ্ছি। সবই দেখতে পাচ্ছি খুব কাছ থেকে। প্রত্যেকটা ম্যাচ কাভার করছি। বিভিন্ন শহর ঘুরছি। নিজের যতটুকু জানা আর দেখে দেখে শেখা, খুবই ভালো একটা অভিজ্ঞতা’- যোগ করেন পিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.