Sylhet Today 24 PRINT

রবি ও এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে জিফাইভ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৯

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিফাইভ বাংলাদেশের মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি ও এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়েছে। বাংলাদেশের শিল্পীদের গান, নাটক, সিনেমা বিশ্বের দরবারে তুলে ধরতে একসঙ্গে কাজ করবে তারা।

বুধবার ( ৩ জুলাই) দুপুরে রাজধানীর এক হোটেলে রবি আজিয়াটা লিমিটেডের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ। রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য আনুষ্ঠানিকভাবে সেবাটি উদ্বোধনের সময় এ বিষয়ে নিশ্চিত করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী এক বছরে বাংলা ভাষায় ছয়টি মেগা প্রকল্প নিয়ে কাজ করবে জিফাইভ। এর আওতায় এদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে কাজ করবে প্ল্যাটফর্মটি। পাশাপাশি জিফাইভ অরিজিনালের নতুন কনটেন্টগুলোর জন্য তরুণ শিল্পীদের খুঁজে পেতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামেরও আয়োজন করবে তারা। রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় এ ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করবে জিফাইভ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.