Sylhet Today 24 PRINT

‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ আসছে

সিলেটটুডে ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৫

বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মাতিয়ে মাতিয়ে চলা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ বাংলাদেশে আসছে।

গত ১৫ই মে যুক্তরাষ্ট্রে মুক্তি পাওয়া ছবিটি সপ্তাহ না পেরুতেই শত মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছাড়িয়ে যায়। এবার বাংলাদেশের দর্শকদের মাতাতে আসছে ছবিটি।

আগামী ২২শে মে ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ‘ম্যাড ম্যাক্স’ সিরিজের এই চতুর্থ ছবি। এ ছবির মাধ্যমে ৩০ বছর পর রূপালি পর্দায় ফিরল ম্যাক্স।

এবার এই চরিত্রে অভিনয় করেছেন টম হার্ডি। ছবিতে দেখা যাবে রহস্যময় এক বিশ্বে পেট্রোল ও পানি সম্পদ নিয়ে মন্দ মানুষদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। অ্যাকশন ও কল্পবিজ্ঞানধর্মী ছবির আঙিনায় বহুদিন পর ফিরলেন পরিচালক জর্জ মিলার।

১৯৭৯ সালে অমানবিক ও অপ্রীতিকর সমাজ সাজিয়ে তিনি নির্মাণ করেন ‘ম্যাড ম্যাক্স’। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আয়ের এই ছবি এক দশকের সবচেয়ে লাভজনক চলচ্চিত্র হিসেবে গিনেস রেকর্ড ধরে রেখেছে।

এই সাফল্যের সুবাদে ‘ম্যাড ম্যাক্স টু’ (১৯৮১) এবং ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’ (১৯৮৫) ছবি দুটি নির্মাণ করেন জর্জ মিলার। তিনটিতেই ম্যাক্সের ভূমিকায় অভিনয় করেছেন মেল গিবসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.