Sylhet Today 24 PRINT

টেলিভিশনে আজ মাহফুজুর রহমানের গান

সিলেটটুডে ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৯

পুরনো ছবি

প্রতিবছরের মতো এবারের ঈদুল আযহায় গানের অনুষ্ঠান করছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

মঙ্গলবার ঈদের পরের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে তার একক সংগীতানুষ্ঠান ‘একইতো আকাশ দেখি’।

দশটি মৌলিক গান নিয়েই হাজির হবেন তিনি। বিশ্বের নানা দেশের লোকেশনে গানগুলো চিত্রায়িত হয়েছে বলে জানা গেছে।

ড. মাহফুজুর রহমানের এবারের গানগুলো লিখেছেন লিখেছেন নাজমা মোহাম্মদ এবং রাজেশ ঘোষ। সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানগুলো হচ্ছে- আমার নিঃশ্বাসের শব্দ তুমি; ঘুমাতে পারিনা; একইতো আকাশ দেখি; হঠাত একটা চিঠি; বোকা মন; কিছুক্ষণ; কষ্টরে; তুমি আমারি; মনে ঝড় ওঠে; এবং মনের মাঝে থেকো।

২০১৬ সালে মাহফুজুর রহমান ‘হৃদয় ছুঁয়ে যায়’ শিরোনামে প্রথম একক গানের অনুষ্ঠান করেন। ২০১৭-এর ঈদুল ফিতরে প্রচারিত হয় তার গান নিয়ে অনুষ্ঠান ‘প্রিয়ারে’। একই বছর তার একক সংগীতানুষ্ঠান ‘স্মৃতির আলপনা আঁকি’ ব্যাপক আলোচিত হয়। গত বছর তার একক সংগীতানুষ্ঠান ‘বলো না তুমি কার’ এটিএন বাংলায় প্রচারিত হয়। এবং সর্বশেষ এবারের ঈদুল ফিতরে এটিএন বাংলায় প্রচারিত হয় তার একক সংগীতানুষ্ঠান ‘মন থেকে রইল শুভ কামনা’।

গান গাওয়ার পাশাপাশি মাহফুজুর রহমান ‘স্মৃতির আলপনা আঁকি’ শিরোনামে একটি উপন্যাসও প্রকাশ করেছেন। এ ছাড়া ‘ভালোবাসি তোমাকে’, ‘আরো সাবধান’, ‘বিদ্রোহ চারিদিকে’ এই চলচ্চিত্রগুলোর গল্প তার লেখা ছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.