Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুকে নিয়ে গাইলেন নচিকেতা

বিনোদন ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গানে কণ্ঠ দিলেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী।

সুজন হাজংয়ের লেখা এ গানটির সুর করেছেন যাদু রিছিল। সংগীতায়োজনে আছেন মুশফিক লিটু। আজ (৩১ আগস্ট) কলকাতার লেক টাউন ফিউশন প্রো স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে।

গানটির কথাগুলো এমন—বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির/হাজার বছর ধরে/বঙ্গবন্ধু তুমি ভোরের সূর্য উঠুক পৃথিবী জুড়ে।

নচিকেতা বলেন, ‌‘বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান গাইতে পেরে সত্যিই ভালো লাগছে। তার মতো এত বড় নেতার প্রতি এই গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে পেরে একজন শিল্পী হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

গান প্রসঙ্গে গীতিকার সুজন হাজং বলেন, ‘বঙ্গবন্ধু মৃত্যুঞ্জয়ী। তার ইতিহাস কখনও মুছে ফেলা যাবে না। আমি বঙ্গবন্ধুর কথা উপস্থাপন করেছি যেন নতুন প্রজন্ম তার সঠিক ইতিহাস জানতে কিংবা পড়তে আরও বেশি আগ্রহী হয়।’

সুজন হাজং জানান, গানটি ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে প্রকাশ হবে। এতে আরও কণ্ঠ দিচ্ছেন ফাহমিদা নবী, শুভমিতা (ভারত), আশরা কুনওয়ার (নেপাল), সাংগে হ্লাদেন শেরিং (ভুটান), ডেভিড (শ্রীলঙ্কা) ও শালাবি (মালদ্বীপ)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.