Sylhet Today 24 PRINT

কনসার্টের জন্য দেশে আসছেন ফুয়াদ

বিনোদন ডেস্ক |  ১৫ অক্টোবর, ২০১৯

আগামী ২৬ অক্টোবর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে অনুষ্ঠিত হবে ‘ফুয়াদ লাইভ ইন ঢাকা’। আর এই কনসার্ট উপলক্ষে দেশে আসছেন জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদি।

যুক্তরাষ্ট্রে বসবাস করেন ফুয়াদ। খুব একটা দেশে আসা হয় না তার। এবার দেশে আসছেন কনসার্ট উদ্দেশ্য করে। কনসার্টে তার সঙ্গে গান গাইবেন আরো একঝাঁক শিল্পী।

কনসার্টির আয়োজন করেছে স্কাই ট্র্যাকার। কনসার্টে গাইবেন ডি’রকস্টার শুভ, তাশফি, লিঙ্কন, এলিটা, রাফা, আলিফ, তাপস, জোহান, কনা, আনিকা, ফাইরুজ ও জেফার। বিকাল ৫টায় শুরু হয়ে কনসার্টটি রাত ১০টা পর্যন্ত চলবে

কনসার্টের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। ১৮ অক্টোবর থেকে টিকিট ক্রয় করা যাবে। কনসার্টের ইভেন্ট পেজে সব তথ্য পাওয়া যাবে।

স্কাই ট্র্যাকারের সিইও দোজা অ্যালান বলেন, ‘আমরা অনেক দিন ধরেই চেষ্টা করছি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে মানুষের কাছে বিনোদন সেবা পৌঁছে দিতে। শীতের শুরুটা দর্শকদের সঙ্গে উপভোগ করতে আমাদের এবারের কনসার্ট। চেষ্টা করেছি মঞ্চে যাদের পরিবেশনা দর্শক পছন্দ করেন, তাদের সংযুক্ত করতে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.