Sylhet Today 24 PRINT

অ্যাপসা মনোনয়ন পেল ‘মেড ইন বাংলাদেশ’

বিনোদন ডেস্ক |  ১৯ অক্টোবর, ২০১৯

এশিয়া-প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডের (আপসা) ১৩তম আসরে ইউনেস্কোর কালচারাল ডাইভার্সিটি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পেয়েছে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’।
এটি রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি। তার নির্মিত প্রথম ছবি ‘মেহেরজান’ এবং দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’।

গত ৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ প্রথমবারের মতো দেখানো হয় ‘মেড ইন বাংলাদেশ’। ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি  এরই মধ্যে লোকার্নো চলচ্চিত্র উৎসবের ‘ওপেন ডোরস’-এ অংশ নিয়ে চিত্রনাট্যের জন্য আর্টে ইন্টারন্যাশনাল পুরস্কার জিতেছে।

ছবিটি মূলত নারীর ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীলতা অর্জনে বাংলাদেশে পোশাকশিল্পের ভূমিকা নিয়ে নির্মিত।

‘মেড ইন বাংলাদেশ’-এ অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা হোসেন, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবী মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। অতিথি চরিত্রে আছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

অ্যাপসার এবারের আসরে ৭০ দেশের ছবি অংশ নিচ্ছে। আসরে সেরা ছবিগুলোর পুরস্কার ২১ নভেম্বর বিতরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.