Sylhet Today 24 PRINT

কেউ না থাকলেও সাকিবের পাশে থাকবেন মৌসুমী

বিনোদন ডেস্ক |  ৩১ অক্টোবর, ২০১৯

জুয়াড়িরা যোগাযোগ করেছিল বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে। সেই তথ্য গোপন রেখেছিলেন তিনি। তাই আইসিসির শাস্তি নেমে এলো তথ্য গোপন করার অভিযোগে। আগামী ২০২০ সালের ২৯ অক্টোবর পর্যন্ত জাতীয় দলের হয়ে কোনো খেলায় অংশ নিতে পারবেন না সাকিব। এই দুঃসংবাদ কষ্ট দিচ্ছে দেশের ক্রিকেটপ্রেমীদের।

সাকিব নিষিদ্ধ হওয়ায় তাকে সমবেদনা জানিয়ে তার পাশে দাঁড়াচ্ছেন তার সমর্থকরা। পাশে আছেন নানা অঙ্গনের তারকারাও। বুধবার (৩০ অক্টোবর) দেশের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী এক ভিডিও বার্তায় সাকিবকে তার সমর্থন জানালেন।

ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘একটা পদ্মা সেতু তৈরি করা যতটা সহজ, একজন সাকিব আল হাসান তৈরি করা ততটাই অসম্ভব। হাজার হাজার বছর অপেক্ষা করলেও এমন একজন প্লেয়ার তৈরি করা সম্ভব না। আমাদের মাঝে সেই সাকিবকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ। সেই সাকিব ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে, একজন ভক্ত হিসেবে আমি এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই এই প্রতিবাদ জানাচ্ছি।’

সব প্রতিকূলতা কাটিয়ে আবারও সাকিবকে ফিরে আসার আহ্বান জানিয়ে মৌসুমী বলেন, ‘সাকিব আল হাসান ফিরে আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক আমি তোমার সাথে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার। প্রধানমন্ত্রী তোমার সাথে রয়েছে। পুরো দেশবাসী তোমার সাথে রয়েছে। তার সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেয়া হোক।’

মৌসুমী আরও বলেন, ‘আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে একসঙ্গে কাজ করছেন মৌসুমী ও সাকিব আল হাসান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.