Sylhet Today 24 PRINT

বাংলাদেশে মুক্তি পাচ্ছে জয়া আহসানের ‘কণ্ঠ’

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৯

৮ নভেম্বর শুক্রবার সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত পশ্চিম বঙ্গে নির্মিতি ছবি ‘কণ্ঠ’।

বুধবার (৬ নভেম্বর) এ ছবিটির এ দেশের পরিবেশক ইমপ্রেস টেলিফিল্ম আয়োজিত সংবাদ সম্মেলন অনুস্টিত হয়। ছবির অভিনেত্রী জয়া আহসান কথা বললেন এ ছবির নানা দিক নিয়ে। সঙ্গে ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

পরিচালক নন্দিতা রায় বলেন, ‘ছবিটি নিয়ে যখন কাজ শুরু করি তখন আমি আর শিবু (শিবপ্রসাদ) এক প্রকার প্রতিজ্ঞা করেছিলাম যে, এটি বাংলাদেশে নিয়ে আসবোই। কারণ এটি নির্দিষ্ট কোনও দেশের ছবি নয়। এটি জীবন জয়ের গল্প।’

চলচ্চিত্রটির অপর পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ জয়ার প্রশংসা করলেন বেশ। বললেন, ‌‘দুই বাংলা মিলিয়ে জয়া ভীষণ ব্যস্ত। আগামী দুই বছর বোধহয় তার সিডিউল সব বুকড। অভিনেত্রী হিসেবে তিনি অসাধারণ। আমার মনে হয় বাংলা ভাষায় জয়া আহসানের মতো অভিনেত্রী এই উপমহাদেশে আর একটিও নেই। শুধু বাংলা ভাষায় কেন বলছি, মূলত জয়ার মতো অভিনেত্রী ভারতবর্ষে আর একটিও নেই। এ ছবিটির জন্য তিনি যা করে দেখিয়েছেন তা অবিশ্বাস্য। জয়ার অভিনয়টা দেখতে হলেও সবার ছবিটি দেখা উচিত।’

জয়া আহসান বলেন, ‘আমি চাই শিবু দা আরও বেশি করে যেন অভিনয় করেন। তার অভিনয় দর্শকদের বিশেষ প্রাপ্তি হবে। আর এ ছবিটি শুধু ক্যানসার রোগীদের জন্য নয়, যারা জীবনযুদ্ধে হতাশায় ডুবে যান, হেরে যান এ ছবিটি তাদের জন্যও। এ ছবিটি একটি সঞ্জীবনী।’

পশ্চিমবঙ্গের পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনার সর্বশেষ ছবি‘কণ্ঠ’। এর আগেও একত্রে কাজ করেছেন তারা।

চলতি বছর ১০ মে কলকাতায় মুক্তি পেয়েছিল অভিনেত্রী জয়া আহসানের অভিনীত ছবি ‘কণ্ঠ’। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্য দুটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি ও পাওলি দাম। গল্পটি মূলত এগিয়েছে একজন রেডিও জকির (আরজে) ক্যানসারে কণ্ঠ হারানোর বেদনা এবং কণ্ঠ প্রশিক্ষকের সাহায্যে তার ঘুরে দাঁড়ানোর মধ্য দিয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.