Sylhet Today 24 PRINT

চিকিৎসার জন্য ২ লাখ টাকা পেলেন কাঙ্গালিনী সুফিয়া

সিলেটটুডে ডেস্ক |  ১৯ নভেম্বর, ২০১৯

লোকগানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রবিবার (১৭ নভেম্বর) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ টাকা তার হাতে তুলে দেন। এসময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই উপস্থিত ছিলেন।

ইংরেজি দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গত মাসে মেয়র আতিকুলের সঙ্গে দেখা হয়েছিল কাঙ্গালিনী সুফিয়া। তখন তিনি জানতে পারেন, শারীরিকভাবে বেশ অসুস্থ কাঙ্গালিনী সুফিয়া। গলায় ব্যথা, কিডনি ও হার্টও ভালো নেই।

সেদিন শিল্পীকে দুই লাখ টাকা সহায়তার দেয়ার কথা জানান তিনি। গতকাল এ টাকা তার হাতে তুলে দেয়া হয়।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, কাঙ্গালিনী সুফিয়ার অসুস্থতা এবং তার আর্থিক দুরাবস্তার কথা মেয়র জেনে তাকে অনুদানের সিদ্ধান্ত নেন। এরপর তার সুচিকিৎসার আর্থিক অনুদান তুলে দেন।

কাঙ্গালিনী সুফিয়া প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। ৫০০টিরও অধিক গান রচনা করেছেন তিনি। তার জনপ্রিয় গানের তালিকায় আছে- পরাণের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে, কোন বা পথে নিতাই গঞ্জে যাই ইত্যাদি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.