Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে এন্ড্রু কিশোরের জন্য কনসার্ট

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৯

ক্যানসার আক্রান্ত বরেণ্য কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্য যুক্তরাষ্ট্রে কনসার্ট আয়োজন করা হচ্ছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে।

এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় শিল্পীবৃন্দ। সেই সাথে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা। এ থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

শো টাইম মিউজিকের কর্ণধার আয়োজক আলমগীর খান আলম জানান, ইতোমধ্যে এন্ড্রু দার সঙ্গে কথা হয়েছে। তিনি ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন শিল্পী কনসার্টটি আয়োজনের জন্য বলেছিলেন। তাই আগামী ডিসেম্বরের ২০ তারিখে এটি হচ্ছে।

বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এন্ড্রু কিশোর। এরই মধ্যে তার তিনটি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। তিনটি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি দেওয়া হবে জানিয়েছেন চিকিৎসকরা।

এ কেমোথেরাপি প্রতিটির মূল্য প্রায় ৯ লাখ টাকা। ইতি মধ্যে শিল্পীর চিকিৎসায় কোটি টাকারও বেশি খরচ করেছেন তার পরিবার। শিল্পীর চিকিৎসায় এখনও দুই কোটিরও বেশি টাকা প্রয়োজন।

৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এন্ড্রু কিশোরকে আমন্ত্রণ জানান। এ সময় তিনি তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক প্রদান করেন। এছাড়া একটি বেসরকারি চ্যানেলের কর্তৃপক্ষ তার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা প্রদান করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.