Sylhet Today 24 PRINT

মিস ইউনিভার্স বিজয়ী হলেন আফ্রিকান তুনজি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ডিসেম্বর, ২০১৯

মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিজয়ী হলেন দক্ষিণ আফ্রিকান সুন্দরী জোজিবিনি তুনজি। এতে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন শিরিন আক্তার শিলা। তবে মিস ইউনিভার্স ২০১৯ এর মুকুটবিহীন ফিরতে হচ্ছে তাকে।

রোববার (৮ ডিসেম্বর) রাতে যুক্তরাষ্ট্র জর্জিয়ার আটলান্টার টাইলর পেরি স্টুডিওতে তুনজিকে এই মুকুট তুলে দেওয়া হয়। তাকে এটি পরিয়ে দেন গত আসরের বিজয়ী ফিলিপাইনের ক্যাটরিওনা গ্রে।

প্রথম রানারআপ মিস পুয়ের্তো রিকো ম্যাডিসন অ্যান্ডারসন এবং দ্বিতীয় রানারআপ মিস মেক্সিকো সোফিয়া আরাগনকে পিছনে ফেলে সেরার স্থানটি অর্জন করলেন এই সুন্দরী। ২০১৭ এর পর ফের দক্ষিণ আফ্রিকার কাছে এলো এ মুকুট।

৯০টি দেশের ৯০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় এই আসর। এ আয়োজনের সেমিফাইনালে উঠে আসেন ২০ জন প্রতিযোগী। তবে এতেও স্থান পাননি বাংলাদেশের শিলা।

সেমিফাইনাল থেকে শীর্ষ ১০ প্রতিযোগী বাচাই করা হয়। আর সেরা তিনে স্থান পান তুনজি, ম্যাডিসন অ্যান্ডারসন ও সোফিয়া আরাগন।

এবারের প্রশ্ন পর্বে রাখা হয় বিশেষ চমক। তিন সুন্দরীকেই একটিই প্রশ্ন করা হয়। প্রশ্নটা এমন, বর্তমান সমাজে দাঁড়িয়ে তরুণীদের জন্য কোন গুরুত্বপূর্ণ পরামর্শ তুমি দিতে চাও? এর উত্তরে দক্ষিণ আফ্রিকান সুন্দরী মন্তব্য বিচারকদের মন জয় করে নেয়। সবশেষে মাথায় তুলে দেওয়া মিস ইউনিভার্স বিজয়ের মুকুট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.