Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার ‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’

বিনোদন ডেস্ক |  ১১ ডিসেম্বর, ২০১৯

‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’- এই প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর বাড্ডার মাদানী এভিনিউয়ের ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কনসার্টটি অনুষ্ঠিত হবে।

এতে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী মমতাজ, ঐশী, প্রীতম হাসান এবং রক ও মেটাল ঘরানার ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস ও স্পন্দন।

কনসার্টের আয়োজন করেছে আইসিটি ডিভিশন। আয়োজক সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে কনসার্ট। চলবে সন্ধ্যা পর্যন্ত। কনসার্টে অংশ নেওয়া ব্যান্ড ও শিল্পীরা পরিবেশন করবেন তাদের জনপ্রিয় গানগুলো।

কণ্ঠশিল্পী মমতাজ বলেন, জনসচেতনতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত। সমাজ বদলে দেওয়ার জন্য গান হতে পারে অন্যতম হাতিয়ার। এর প্রমাণ বহুবার পাওয়া গেছে। এ আয়োজন থেকেও দর্শকরা ইন্টারনেটে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্য-মিথ্যা যাচাই করে নেওয়ার বিষয়ে সচেতন হয়ে উঠবেন বলে আমার বিশ্বাস।

কণ্ঠশিল্পী প্রীতম হাসান জানান, এ আয়োজনে তিনি নিজের গানের পাশাপাশি তার সুর করা ও সংগীতায়োজনের বেশ কিছু গান পরিবেশনের পরিকল্পনা করেছেন। তবে দর্শকের নিজস্ব একটা প্রত্যাশা থাকে। তারা যে গানগুলো পছন্দ করেন এবং বারবার শুনতে চান, তেমন কিছু গান ক শোনাতে চান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.