Sylhet Today 24 PRINT

হাজং গীতরঙ্গের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানালো একদল ফিনিক্স

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২০

আজ বুধবার খৃষ্টীয় বর্ষের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানিয়ে সন্ধ্যা ৬টায় নগরীর ক্বিনব্রিজস্থ সুরমার পাড়ে 'হাজং গীতরঙ্গ' আসরের আয়োজন করে নাট্য সংগঠন একদল ফিনিক্স।

বৈচিত্র্যপূর্ণ আদিবাসী জনগোষ্ঠীর নূতন বছর সুখময় উদযাপনের প্রত্যাশায় মঙ্গলগীতের প্রাত্যহিক গীতরঙ্গের আসর 'হাজং গীতরঙ্গ' পরিবেশনার মাধ্যমে সমস্ত আদিবাসী জনগোষ্ঠীর সাথে একাত্ম আনন্দের প্রকাশই এ আয়োজনের মূল লক্ষ্য ।

আদিবাসী হাজং সম্প্রদায়ের গার্হস্থ জীবনের নানাবিধ (সংগীত) গীতরঙ্গ লিওয়াতানা, জাখামারা, বানা গড়াই, থুবা মাগা, চর মাগা, টেংলা গীত পরিবেশন করে একদল ফিনিক্সের মঞ্চশিল্পীরা।

পরিবেশনা শেষে একদল ফিনিক্সের সভাপতি  আবু বকর আল আমিনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে মতামত ব্যক্ত করেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি ও  একদল ফিনিক্সের উপদেষ্টা মিশফাক আহমদ চৌধুরী মিশু, ফোর্ডহাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্টাডি সেন্টারের শিক্ষক  ও নাট্য গবেষক তরু শাহরিয়ার স্বর্গ, তথ্যচিত্র নির্মাতা ও নাট্যজন নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, ইন্দ্রাণী সেন, কামরুল হক জুয়েল, ফারজানা সুমি প্রমুখ ।

হাজং গীতরঙ্গের এমন বৈচিত্র্যপূর্ণ প্রযোজনাটির গীত  সংগ্রহ, নকশা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বিশিষ্ট শিল্পী, শিক্ষক ও গবেষক তরু শাহরিয়ার স্বর্গ।

ভবিষ্যতেও সংস্কৃতির এমন ভিন্নরকম গবেষণালব্ধ কাজ করবে বলে জানান আয়োজকরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.