Sylhet Today 24 PRINT

মাছের সন্ধানে গ্রামের পথে মৌসুমী

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জানুয়ারী, ২০২০

নাটকের শুটিং বাদ দিয়ে অভিনেত্রী মৌসুমী হামিদ এখন বড়শি হাতে ঘুরে বেড়াচ্ছেন গ্রামের পথে। শিগগির এমন দৃশ দেখতে পাবেন দর্শকেরা। ছোট পর্দার এই অভিনেত্রী দর্শকদের সামনে এবার হাজির হচ্ছেন ‌‘মাছপ্রেমী’ হিসেবে।

মৌসুমী হামিদ জানান, প্রথমবারের মতো একটি ট্র্যাভেল শো নিয়ে আসছেন তিনি। ডিসেম্বরজুড়ে প্রথম লটের শুটিং শেষ হয়েছে। ট্র্যাভেল শোর নাম ‘ফিস লাভার’। তবে এটি কোনও টিভি চ্যানেলে দেখা যাবে না, নির্মিত হচ্ছে ইউটিউবের জন্য।

মৌসুমী বলেন, নতুন কনসেপ্ট। অসাধারণ অভিজ্ঞতা। আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি। স্থানীয় নানারকমের মাছ নিয়ে এই অনুষ্ঠান সাজাচ্ছি। অনুষ্ঠানটিতে অনেক সুন্দর করে বিভিন্ন মাছের বর্ণনা থাকছে। সেসব মাছ কীভাবে ধরা হয়, রান্না করা হয়, সেটিও দেখানো হবে। মানে মাছ নিয়ে তথ্যসমৃদ্ধ একটি আয়োজন। এমন অনুষ্ঠান আগে আর হয়নি এখানে।

ট্র্যাভেল শো’টি নির্মাণ করছেন সাখাওয়াত মানিক। ‘ফিস লাভা’র এর পর্বগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে ইউটিউব চ্যানেলে।

এদিকে নতুন বছরে ‘বৃষ্টি ধারা’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে। নাটকটি নির্মাণ করছেন আসাদুজ্জামান আসাদ। সেই সাথে ‘চোরকাঁটা’, ‘জায়গীর মাস্টার’ ও ‘ঘরে বাইরে’ ধারাবাহিক নাটকগুলোর শুটিং চলছে নিয়মিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.