Sylhet Today 24 PRINT

নাটকে আবারও একসঙ্গে নোবেল ও পূর্ণিমা

নিউজ ডেস্ক |  ০৫ জানুয়ারী, ২০২০

আবারও নাটকে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন নোবেল ও পূর্ণিমা। নাটকের নাম ‘মেঘ বলেছে যাব’।

এর আগে ২০১২ সালে হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত টেলিছবি ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ এবং ২০১৭ সালে ‘যখন সময় থমকে দাঁড়ায়’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন দেশের অন্যতম জনপ্রিয় দুই তারকা আদিল হোসেন নোবেল ও দিলারা হানিফ পূর্ণিমা।

দুই বছর পর আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন তারা। মেহরাব জাহিদের রচনায় এটি পরিচালনা করছেন শেখ সেলিম। চলতি মাসের শেষ সপ্তাহে এর শুটিং হবে বলে জানালেন পরিচালক।

শেখ সেলিম জানান, রাজধানীর বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হবে। নন্দিত এই দুই তারকা অভিনয় করবেন স্বামী-স্ত্রীর চরিত্রে। এর গল্পে দেখা যাবে দীর্ঘদিন প্রেম করার পর নোবেল ও পূর্ণিমা বিয়ে করে সংসারী হন। কিন্তু বিয়ের অল্প কিছুদিন পর থেকেই সংসারে শুরু হয় নানা সংকট আর মান-অভিমান।

পূর্ণিমা বর্তমানে ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই শুটিংয়ের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান নির্মাতা শেখ সেলিম। নাটকটি আগামী ঈদে আরটিভিতে প্রচার হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.