Sylhet Today 24 PRINT

এ আর রহমানকে ঈশ্বর বলে আক্রমণের শিকার মীর

বিনোদন ডেস্ক |  ০৮ জানুয়ারী, ২০২০

বিশ্বের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্রের নাম এ আর রহমান। ৮১তম অস্কারের মিউজিক ক্যাটাগরিতে ডাবল অস্কার বিজয়ী ভারতীয় এই মিউজিশিয়ান প্রথমে কি-বোর্ড প্লেয়ার হিসেবে কাজ শুরু করেন। মাত্র নয় বছর বয়সে বাবাকে হারিয়ে সংসারের হাল ধরেও সংগীত জগতে ঝড় তুলেছেন তিনি। যার সুরে কোটি প্রাণে ছড়ায় মুগ্ধতা, ছুঁয়ে যায় মন।

সুরসম্রাট এ আর রহমান ৬ জানুয়ারি ৫৩ বছরে পা রেখেছেন। সুরের এই জাদুকরকে জন্মদিনের শুভেচ্ছায় ভাসিয়েছেন তার কোটি কোটি ভক্ত। গুণী এই সংগীতের মানুষকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বিপাকে পড়েছে ভারতের মীরাক্কেল খ্যাত জনপ্রিয় উপস্থাপক মীর আফসার আলী।

সোমবার এ আর রহমানের সঙ্গে একটি ছবি পোস্ট করে মীর ক্যাপশনে লিখেছিলেন, ‘সেদিন যখন ঈশ্বরের পাশে বসেছিলাম।’ এ আর রহমানকে সরাসরি ঈশ্বর বলায় মীরের ওপর রেগেছেন নেটিজেনদের একাংশ।

রাজিব খান নামের এক ব্যক্তি মীরের উদ্দেশে কমেন্ট ঘরে লিখেছেন, ‘দুনিয়ার কোন মানুষ ঈশ্বর এর পাশে বসতে পারে না। মানুষকে কোন সময় ঈশ্বরের সাথে তুলনা করা উচিত নয়।’

মীরও ছেড়ে কথা বলেননি। রাজিবের আক্রমণের পাল্টা জবাব দিয়ে লিখেছেন, ‘তুমি কোন হরিদাস পাল হে, যে আমি আমার ওয়ালে কী লিখবো সেটা তোমার কাছ থেকে শিখতে হবে? আর আল্লাহ’র কথা বললে তো? তাহলে শোনো হে পিছন পাকা মানব সন্তান। যে ব্যক্তির পাশে আমি বসে তার নাম
এ আর রহমান, এ আর মানে আল্লাহ রাখা, তো এবার যদি হাল্কা কায়দা করে লিখি যে আমি আল্লাহ’র সান্নিধ্য পেয়েছি, তুমি কি বলবে?’

এভাবেই মীর ও রাজীবের কনভার্সেশন চলেছে। কাজী শাকিল নামের আরেক ব্যক্তি মীরের উদ্দেশে লিখেছেন, ‘আপনি একজন মুসলিম হয়ে এমন ক্যাপশন যুক্তি সংগত নয়, ঈশ্বরের সাথে কাউকে তুলনা করা মুনাফিক এর সামিল। আশা করি আপনি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করবেন।’

এই পোস্টের জন্য এমন আরও অনেকেই আক্রমণ করেছেন মীরকে। কেউ কেউ দাঁড়িয়েছেন তার পাশেও। কেউ কেউ বলেছেন, মীর ঈশ্বর শব্দটির আগে ‘সংগীতের’ শব্দটি যুক্ত করলেই হয় তো এত তর্ক বিতর্কের প্রয়োজন পড়ত না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.