Sylhet Today 24 PRINT

‘মাসুদ রানা’কে নিয়ে একসঙ্গে তৈরি হচ্ছে দুটি সিনেমা

থাকছেন হলিউড পরিচালক ও বিখ্যাত তারকারা

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২০

কাজী আনোয়ার হোসেনের সৃষ্টি গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’কে নিয়ে এক সঙ্গে দুটি চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

একটি নির্মিত হবে দেশের জন্য অপরটি আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য। এমন ঘটনা আগে আর শোনা যায়নি।

দেশের জন্য নির্মিতব্য চলচ্চিত্রটিতে নায়ক হিসেবে দেখা যাবে চ্যানেল আইয়ের রিয়েলিটি শো ‘কে হবেন মাসুদ রানা?’-এর চ্যাম্পিয়ন রাসেল রানাকে। সৈকত নাসির এটি পরিচালনা করার কথা। এ চলচ্চিত্রের নাম হবে ‘মাসুদ রানা’।

অপরদিকে আন্তর্জাতিক অঙ্গনের জন্য নির্মিত হচ্ছে ‘এমআর- নাইন, আর এতে থাকছে ব্যাপক চমক।

এর নির্মাণে থাকছেন হলিউড নির্মাতা আসিফ আকবর। হলিউডের সিলভার নাইনের সাথে জাজ এতে যৌথভাবে প্রযোজনা করবে। এতে মাসুদ রানা হিসেবে অভিনয় করবেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত অভিনেতা এবিএম সুমন।

‘এমআর নাইন’-এর কাজ শুরু হবে প্রথমে। এরপর তৈরি হবে ‌‘মাসুদ রানা’।

‘এমআর- নাইন’-এ এবিএম সুমনের বিপরীতে থাকছেন জান্নাতুল পিয়া। সেই সাথে এতে থাকছেন ‘আয়রন ম্যান ২’-খ্যাত হলিউডের জাঁদরেল অভিনেতা মিকি রোর্ক।

আরও থাকছেন রেসলিং তারকা দ্য গ্রেট খালি। থাকছেন ‘দ্য ম্যাট্রিক্স’ ছবির খলনায়ক ড্যানিয়েল বার্নহার্ডও। এছাড়াও আছেন, গ্যাব্রিয়েল্লা রাইট, মাইকেল প্যারেসহ বেশ ক’জন তারকা।

জাজ মাল্টিমিডিয়া জানায়, ৮৩ কোটি টাকা দিয়ে নির্মিত হবে এ সিনেমাটি। ছবিতে ভিলেন হিসেবে থাকবেন খালি। ছবির উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো- মাসুদ রানা, রুপা, সুলতা, কবির চৌধুরী ও রাহাত খান।

‘এমআর- নাইন’ নির্মিত হবে কাজী আনোয়ার হোসেনের ‘ধ্বংস পাহাড়’ গল্প অবলম্বনে। শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.