Sylhet Today 24 PRINT

৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সব্যসাচী-সুবর্ণার ‘গণ্ডি’

বিনোদন ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০২০

‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ ফেব্রুয়ারি। এক ভিডিও বার্তায় এমন তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

এর আগে ২২ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘গণ্ডি’ সিনেমার পোস্টার প্রকাশ করা হয়। তারও আগে দর্শক-শ্রোতারা উপভোগ করেছেন সিনেমাটির ‘ছাড়িয়ে বন্ধু দুজন’ ও ‘বহুদিন বাতাসে ওড়েনি চুল’ শিরোনামের দুইটি গান।

সিনেমার মুক্তি নিয়ে নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘আমরা সিনেমার টিজার, ট্রেলার ও পোস্টার এর মাধ্যমে একটি সিনেমার ভাব তুলে ধরার চেষ্টা করি। দর্শক আমাদের সিনেমার পোস্টার দেখেছেন এরই মধ্যে। সিনেমার দুইটি গানও শুনেছেন। এবার সিনেমাটি দেখার অপেক্ষা। আমাদের বিশ্বাস সিনেমাটিও সবার ভালো লাগবে।’

রোমান্টিক-কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রের কাহিনি এগিয়ে যাবে মূলত ৫৫ ও ৬৫ বছর বয়সী দু’জন নারী-পুরুষের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দু’জন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এটাই উঠে আসবে চলচ্চিত্রটিতে।

এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ফেলুদাখ্যাত সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও আরও অভিনয় করেছেন শুভাসিষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জি প্রমুখ। ছবিটির দৃশ্যধারণ হয়েছে ঢাকা, কক্সবাজার ও লন্ডনের বেশ কয়েকটি স্থানে।

গড়াই ফিল্মস প্রযোজিত এই ছবির আবহ সংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীতব্যাক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.