সিলেটটুডে ডেস্ক | ২৯ জানুয়ারী, ২০২০
ভারতের দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের সাথে এবার অভিযানে বেরুচ্ছেন ব্রিটিশ অভিযাত্রী, লেখক ও টেলিভিশন উপস্থাপক বেয়ার গ্রিলস। বিয়ার গ্রিলসের সঙ্গে ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ অংশ নিতে যাচ্ছেন রজনী।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অভিযান করেন বেয়ার গ্রিলস।
এবার গ্রিলস রজনীকান্তকে নিয়ে কর্ণাটকের বন্দিপুরের জঙ্গলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রজনীকান্তের জনসংযোগ কর্মকর্তা রিয়াজ।
জানা যায়, গত দুই দিন ধরে রজনীকান্ত ও গ্রিলস বন্দিপুরে আছেন। সেখানে চলছে তাদের শুটিং। প্রতিদিন ছয় ঘণ্টা করে শুটিংয়ে অংশ নিয়েছেন তারা। এটি শেষ করে ২৮ জানুয়ারি চেন্নাই ফেরার কথা তামিল তারকার।
তবে বিষয়টি নিয়ে এখনও কিছু বলেন নি‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এর নির্মাণ প্রতিষ্ঠান ডিসকভারি চ্যানেল।