Sylhet Today 24 PRINT

করোনা নিয়ে ফটোশুট করে সমালোচিত পরিণীতি

বিনোদন ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০২০

প্রাণঘাতী নভেলা করোনাভাইরাস নিয়ে ফটোশু করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। যদিও এই ফটোশুটের উদ্দেশ্য ছিল করোনা নিয়ে ফ্যানেদের সাবধান করা। কিন্তু বিপরীতে হয়েছে! উল্টো ভক্তদের কাছে ট্রোলের শিকার হচ্ছেন তিনি।

সোমবার টুইটারে একটি পোস্ট দিয়েছেন পরিণীতি; যে পোস্টে দেখা যায়, সাদা মাস্কে তার মুখ ঢাকা। ক্যাজুয়াল শার্ট আর নীল ডেনিমে পরিণীতি ক্যাপশনে লিখেছেন, ‘স্যাড, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটাই।’

মূলত করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনুরাগীদের সতর্ক করতেই ওই পোস্ট করেন অভিনেত্রী। কিন্তু ওই পোস্টেই হয়ে গেছেন হাসির খোরাক!

পরিণীতি করোনা নিয়ে তার ফটোশুটের তিনটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে তাকে কখনও ডান দিকে ফিরে আবার কখনও সোজাসুজি ভঙ্গিতে দেখা যায়। কিন্তু ছবিগুলো দেখে অনেকে কমেন্টে লিখেছেন ‘করোনায় মানুষ মারা যাচ্ছে আর তিনি কিনা পোজ দিয়ে ফোটোশুট করছেন'।

অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, ‘এই অস্থির অবস্থায় ফটোশুটের কি আদৌ প্রয়োজন ছিল পরিণীতি?’ কেউ কেউ আবার মন্তব্যের ঘরে অসহিষ্ণু ইমো দিয়ে করোনাভাইরাসের সঙ্গে তুলনা করেছেন পরিণীতিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.