Sylhet Today 24 PRINT

সৃজিতের কথায় মিথিলার গান

বিনোদন ডেস্ক |  ২৮ মার্চ, ২০২০

অর্ণবের গাওয়া একটি গানে মডেল হয়েছিলেন তারা। এবার নিজেরাই পুরনো গান বাঁধলেন নতুন করে। সেখানে তাদের ভূমিকা- গীতিকার ও গায়িকা!

সৃজিতের লেখা গান গাইলেন মিথিলা। যার কথাগুলো এমন- সকালের আলো মেখে চার চাকা পায়ে, কবে দূর, যাবে আবার/ বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়, খুঁজে সুর, পাবে আবার/ সেই হারানো চড়ুইয়ের ডাক, বলে যে গেছে সে চলে যাক।

গানটি মৈনাক ভৌমিকের ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’-এর জন্য লিখেছিলেন সৃজিত মুখার্জি। যার সুরকার অঞ্জন দত্তের ছেলে নীল দত্ত।

এই গানই নতুন ঢঙে গাইলেন মিথিলা। যেখানে গিটার বাজিয়েছেন গায়িকা নিজেই। আর সেটি ভিডিও আকারে টুইটারে প্রকাশ করেছেন সৃজিত।

সম্প্রতি সৃজিত সদ্য বিবাহিত স্ত্রী মিথিলার পরামর্শে তার নতুন ছবির ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’-এর কাজ করতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। সেখান থেকে ফিরতে ফিরতে দু’দেশই ততক্ষণে করোনায় আক্রান্ত হয়। করোনা ঠেকাতে আপাতত ভারত-বাংলাদেশে যাতায়াত বন্ধ। তাই সৃজিত থেকে গেছেন ভারতে আর মিথিলা বাংলাদেশে। তবে আলাদা থাকলেও সময় কাটাচ্ছেন যেন যৌথভাবে!

জানা যায়, গান তো বটেই ভিডিও কলেই কাটছে তাদের হোম কোয়ারেন্টিনের দিনগুলি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.