Sylhet Today 24 PRINT

কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ার গুজব

বিনোদন ডেস্ক |  ২৯ মার্চ, ২০২০

বাবা চিত্রপরিচালক কাজী হায়াতের বরাত দিয়ে খবর রটেছিল চিত্রনায়ক কাজী মারুফ ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত। তবে এই খবর সঠিক নয় বলে জানিয়েছেন নিউ ইয়র্কে থাকা কাজী মারুফ।

শনিবার রাতে ঢাকার একটি গণমাধ্যমকে কাজী মারুফ বলেন, ‘আমি ভালো আছি। আর আমার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হইনি।’

মারুফ জানান, নিউ ইয়র্কে এখন হালকা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিবর্তনের কারণে আমার স্ত্রী রাইসার জ্বর হয়েছে। যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এর মধ্যে স্ত্রীর জ্বরের কারণে এমনটা ছড়িয়েছে।

মারুফ বলেন, ‘নিউ ইয়র্কে আমার পরিচিত অনেকে এই রোগে সংক্রমিত হয়েছেন। গতকাল সন্ধ্যায় (নিউ ইয়র্ক স্থানীয় সময়) নিজের জ্বর শুরু হওয়ায় রাইসা ভীত হয়ে পড়ে। আমার শাশুড়িকে খবরটি জানায়। হয়তো আমার শাশুড়ির কাছ থেকে বাবা (কাজী হায়াত) খবরটা জেনে উদ্বিগ্ন হয়ে পড়েন। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, আমাদের তেমন কিছুই হয়নি।’

মারুফ বলেন, ‘এটা ঠিক যে আমার স্ত্রী জ্বরে আক্রান্ত। তবে তা এখন পর্যন্ত কভিড-১৯ বা করোনাভাইরাস নয়। আমি শতভাগ সুস্থ আছি। আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা নেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.