Sylhet Today 24 PRINT

করোনায় মমতাজের গান ‘মনটা ভইরা যায়’

বিনোদন ডেস্ক |  ০১ এপ্রিল, ২০২০

নভেল করোনাভাইরাস নিয়ে মানুষকে সচেতন করতে গান গাইলেন সংগীতশিল্পী মমতাজ। তার জনপ্রিয় ‘বুকটা ফাইট্টা যায়’ গানের আদলেই নতুন গানটি করা হয়েছে। ‘মনটা ভইরা যায়, মাইনা যায় নিয়মটা মাইনা যায়’ শিরোনামের গানের রেকর্ডিং এবং দৃশ্যধারণের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। গতকাল থেকে ব্র্যাক ও মমতাজের সহযোগিতায় গানটির প্রচারণা শুরু হয়েছে। গানটি আজ প্রচারিত হবে।

গানটি প্রথমে চ্যানেল আইয়ে, তারপর দেশের সবগুলো চ্যানেলে নভেল করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রচার করা হবে। চ্যানেলের পাশাপাশি জনসচেতনতায় ব্র্যাক গ্রামে গ্রামে মাইকিং করেও গানটি প্রচার করবে।

গানের বিষয়ে মমতাজ বলেন, ‘ঠিক এ মুহূর্তে আমরা করোনাভাইরাসে আতঙ্কিত। আতঙ্কিত না হয়ে আমরা যেন আরো সচেতন হই, করোনারোধে কী কী নিয়ম মেনে চলতে হবে, তাই গানে গানে জনগণকে সচেতন করতেই এই চেষ্টা। আমারই জনপ্রিয় গান “বুকটা ফাইট্টা যায়”-এর সুরেই গানটি গেয়েছি। কারণ এই সুর সবার মনে গেঁথে আছে। তাই সুরটি শুনেই যেন জনগণ গানটি শোনার জন্য মনোযোগী হয়ে ওঠে। এক ধরনের দৃষ্টি আকর্ষণের জন্যও এ গানের সুরেই গানটি করা।’

গানটি লিখেছে ব্র্যাক কমিউনিকেশন টিম। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন লাবিক কামাল গৌরব। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস এই গানটি প্রচারণার মধ্য দিয়ে মানুষের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে আরো সচেতনতা বাড়বে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.