Sylhet Today 24 PRINT

এক লাখ মানুষের খাবারের দায়িত্ব নিলেন শাহরুখের স্ত্রী

বিনোদন ডেস্ক  |  ১৮ এপ্রিল, ২০২০

করোনারভাইরাস মোকাবেলায় ভারতে ৩ মে পর্যন্ত লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে অর্থনৈতিক সংকটে পড়েছেন খেটে খাওয়া মানুষ। তাদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খানের স্ত্রী প্রযোজক-ডিজাইনার গৌরী খান।

এই লকডাউনে প্রায় এক লাখ মানুষের অন্ন সংস্থানের দায়িত্ব নিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন গৌরী।

সেই পোস্টে গৌরী জানান, মুম্বাইয়ের গোরেগাঁও, করমালা চওল, ইন্দিরানগর, সান্তাক্রুজ, ভীমনগর, হনুমাননগরসহ আরও বেশ কিছু এলাকার মানুষের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। রোটি ব্যাংক ফাউন্ডেশন এবং মীর ফাউন্ডেশনের মাধ্যমে এই খাবার পৌঁছে দেয়া হচ্ছে। তবে এখানেই থামতে চান তিনি।

গৌরী জানিয়েছেন, এই দুঃসময়ে আরও অনেক কাজ বাকি।

এ ছাড়া শাহরুখ খান ও গৌরী খান মুম্বাইয়ে নিজেদের চারতলা অফিসকে কোয়ারেন্টিন করার সিদ্ধান্ত নিয়েছেন।

মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন তাদের টুইটারে পোস্ট করেছেন, শিশু, মহিলা ও প্রবীণদের জন্য কোয়ারেন্টিন করার জন্য নিজেদের ব্যক্তিগত চারতলা অফিস দিয়েছেন শাহরুখ খান ও গৌরী খান। এর জন্য তাদের ধন্যবাদ জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.