Sylhet Today 24 PRINT

করোনায় মারা যাওয়া ডা. মঈনকে নিয়ে চিরকুটের গান

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসক তিনি।

গত ১৫ এপ্রিল মারা যাওয়া এ চিকিৎসককে  শ্রদ্ধা জানিয়ে তাকে নিয়েই এবার গান প্রকাশ করেছে   ব্যান্ডদল চিরকুট।

চিরকুটের  ফেসবুক পেজে গানটি প্রকাশ করা হয়। ‘জিতেছে জীবন হেরেছে মৃত্যু, কী করে শোধিব ঋণ/ মঈনুদ্দীন’-  এমন কথার গানটি লেখার পাশাপাশি সুর করেছেন ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি।

বিজ্ঞাপন



গানটি নিয়ে তিনি বলেন, ‘গত সপ্তাহ গানটি রেকর্ড করি আমরা। বিশ্বের এই ক্রান্তিলগ্নে সামনে থেকে লড়াই করা চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই এটি তৈরি। আমরা আসলে সবডাক্তার নার্সসহ সকল ফ্রন্ট লাইনারদের উৎসর্গ করেছি গানটি।’

গানটি প্রকাশ করে চিরকুট লিখেছে- মানুষের সেবায় জীবন বিলিয়ে দেওয়াই ডাক্তারদের ধর্ম। তাই এই দুর্বিষহ সময়ে তাদের অবদানের কথা স্মরণ করেই সারাদেশে মানুষের সেবায় দিনরাত খেটে চলা সকল স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, সাংবাদিক, আইন শৃঙ্খলাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সকল প্রতিষ্ঠান কর্মীদের প্রতি গভীর জানাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.