Sylhet Today 24 PRINT

আঁখি’র গানে মুগ্ধ এরশাদ

বিনোদন ডেস্ক |  ০৬ অক্টোবর, ২০১৫

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের গানে মুগ্ধ হলেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। এতটাই মুগ্ধ হলেন, গান পরিবেশন শেষে কাছে ডেকে শুভেচ্ছা জানালেন। উচ্ছ্বসিত প্রশংশা করলেন তার গায়কীর। বললেন, কি কি গান গাইতে পার, দেখি তোমার গানের ডায়েরিটা। ডায়েরিতে অনেক গান দেখে বললেন, তুমি অবশ্যই গানটা চালিয়ে যাবে। অনেক ভালো করবে।

আঁখি জানান, সেদিন তিনি এক অনুষ্ঠানে গাইছিলেন ‘আমাদের দেশটা স্বপ্নপুরি’ শীর্ষক গানটি। মূলত এই গানটি শুনেই সাবেক প্রেসিডেন্ট কাছে ডেকে তার প্রশংশা করেন। সে সময় এরশাদের সঙ্গে ছিলেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।


তবে এই ঘটনা সাম্প্রতিক নয়। ৩৩ বছর আগের। আর এই সুখস্মৃতি স্মৃতির ডায়েরি থেকে ছবিসহ ফেসবুকে প্রকাশ করেছেন আঁখি আলমগীর। বললেন, ‘১৯৮২ সালে তৎকালীন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রওশন এরশাদের সামনে এক অনুষ্ঠানে গাইবার সুযোগ হয়েছিল আমার। সেদিন আমার গান শুনে কাছে ডেকে দু’জনার যে প্রশংশা আর উৎসাহ পেয়েছি- সেটা আজও স্মৃতিতে জ্বলজ্বল করছে। পেছনের দিনগুলোর কথা ভাবলে নিজেকে ভাগ্যবতী মনে হয়।’

এদিকে আঁখির এমন স্বর্ণালী স্মৃতির পেছনে রাজনৈতিক গন্ধ শুঁকছেন অনেকে। কমেন্টে কেউ বলছেন, জাতীয় পার্টিতে যোগ দিলেন নাকি! এমন কমেন্টের বিপরীতে বিরক্ত-বিস্মিত আঁখির ভাষ্য, ‘এটা রাজনৈতিক বিষয় নয়। তখন (১৯৮২) যে রাষ্ট্রপ্রধান ছিলেন তার সঙ্গে ছবি দেওয়া মানেই কি কোথাও যোগদান করা? বুঝলাম না। আমি দুই নেত্রীর সঙ্গেও ছবি প্রকাশ করবো। তাই বলে এটাকে রাজনৈতিক রঙ দেওয়ার মানে নেই। আমার কোথাও যোগ দেওয়ার ইচ্ছে নেই। ভালো আছি এমনিতেই।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.