Sylhet Today 24 PRINT

শিবসেনার দাবিতে গোলাম আলির কনসার্ট বাতিল

বিনোদন ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০১৫

ভারতের মহারাষ্ট্রে কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনার প্রতিবাদের মুখে মুম্বাইতে পাকিস্তানি সঙ্গীতশিল্পী গোলাম আলির একটি কনসার্ট বাতিল হয়ে গেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিরাপত্তার আশ্বাস দেওয়ার পরও শেষ পর্যন্ত ওই অনুষ্ঠানটি আর হতে পারছে না।

পাকিস্তানি গজল গায়ক গোলাম আলি ভারতেও অত্যন্ত জনপ্রিয়, মাত্র কয়েক মাস আগেও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বেনারসে অনুষ্ঠান করে গেছেন।

শুক্রবার মুম্বাইয়ের ষন্মুখানন্দ হলে তাঁর আরও একটি কনসার্টে গাইবার কথা ছিল, কিন্তু রাজ্যে শাসক জোটের অন্যতম শরিক দল শিবসেনা দাবি তোলে পাকিস্তান যতক্ষণ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাবে ততক্ষণ সে দেশের সঙ্গে কোনও সাংস্কৃতিক বিনিময় করা যাবে না।

রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ অবশ্য কনসার্টে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানের আয়োজকরা এদিন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করার পর কনসার্ট বাতিল করার কথা ঘোষণা করে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.