Sylhet Today 24 PRINT

ফের এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব, বিব্রত পরিবার

বিনোদন ডেস্ক |  ১৬ মে, ২০২০

অভিনেতা এটিএম শামসুজ্জামানকে নিয়ে আবারও মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। বিষয়টি নিয়ে বিব্রত ও হতাশা ব্যক্ত করেছে তার পরিবার।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল আহমেদ জানান, বাবা বাসাতেই আছেন এবং সুস্থ আছেন। এ পর্যন্ত আমার বাবাকে নিয়ে এতবার মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে যে আমাদের পুরো পরিবার বিব্রত।

মৃত্যুর গুজব না ছড়িয়ে এটিএম শামসুজ্জামানের জন্য দোয়া করার অনুরোধ করেছে পরিবার।

বিজ্ঞাপন



প্রসঙ্গত, এর আগেও বেশ কয়েকবার এই বরেণ্য অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নেওয়া এ অভিনেতার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৬৮ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। অভিনয়ের দীর্ঘ ক্যারিয়ারে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়াও পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.