Sylhet Today 24 PRINT

৬০ ফুট উচ্চতার কলাগাছের গল্প শুনেছেন কখনও?

অনলাইন প্রতিবেদক |  ০৫ জুন, ২০২০

❛কলা❜ একটি অতি জনপ্রিয় সুস্বাদু ও পুষ্টিকর ফল। দৃঢ় টিস্যু গঠনকারী উপাদান যথা আমিষ, ভিটামিন এবং খনিজ। কলা ক্যালরির একটি ভাল উৎস।

এই কলা আমাদের কাছে পরিচিত। এর গাছও পরিচিত স্বাভাবিকভাবেই। সাধারণত একটি কলাগাছের উচ্চতা দুই থেকে তিন মিটার হয়ে থাকে। কিন্তু শুনেছেন কি কখনও একটা কলাগাছের উচ্চতা ৬০ ফুট পর্যন্ত হয়?

বিজ্ঞাপন

অবাক হলেও সত্য যে বিস্ময়কর এই প্রজাতির কলাগাছ পাপুয়া নিউগিনি ও ইন্দোনেশিয়ায় রয়েছে। এই কলা প্রজাতির নাম ❛মুসা ইনজেনস❜।

পাপুয়া নিউ গিনি ও ইন্দোনেশিয়ার বনাঞ্চলে বেড়ে ওঠা বিশ্বের বৃহত্তম কলা গাছ মুসা ইনজেনস। এটি কলার দীর্ঘতম প্রজাতি এবং বিশ্বের বৃহত্তম ভেষজ উদ্ভিদ।

মুসা ইনজেনস কলার আকার চিত্তাকর্ষক। এটি ১৫ মিটার উচ্চে বৃদ্ধি পেতে পারে; কাণ্ডের ব্যাসের পরিধি ২ মিটার অবধি, যদিও এর পাতাগুলি দৈর্ঘ্য ৫ মিটার এবং প্রস্থ ১ মিটার পর্যন্ত হতে পারে।

এই প্রজাতির কলার বীজগুলি মসৃণ এবং গড় ব্যাস ৪-১০ মিমি।

মুসা ইনজেনস সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৫০ থেকে ১৮০০ মিটার অবধি গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে উদ্ভিদের আবাসস্থল। এগুলি একটি শীতল আবহাওয়ায় বেড়ে উঠে। তথ্যসূত্র: দ্য স্ট্যাটওয়ার্ল্ড

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.