Sylhet Today 24 PRINT

আপনার শিশুর টিকা: কোন টিকা, কখন, কি রোগ প্রতিরোধে

ডা. এনামুল হক এনাম |  ১২ ফেব্রুয়ারী, ২০১৬

শিশুর বিভিন্ন রোগের প্রতিষেধক টিকা নিয়ে মা-বাবা অনেক সময় দুশ্চিন্তায় পড়েন। অনেকেই ফোন করে জিজ্ঞাস করেন, কখন কোন টিকা দিতে হবে, একসঙ্গে একাধিক টিকা দেওয়া যাবে কি না ইত্যাদি।

১০টি রোগের জন্য মোট ৭টি টিকা, টিকার নাম, কোন রোগ প্রতিরোধক এবং ডোজ শিডিউল নিন্মরূপ:

  • BCG (বিসিজি) টিকা জন্মের পরপর কিংবা ৬সপ্তাহের মধ্যে একটি ডোজই দিতে হয়। BCG টিকা যক্ষ্মা প্রতিরোধে দেয়া হয়।
  • OPV (ওরাল পোলিও ভ্যাক্সিন) পোলিও রোগ প্রতিরোধে মোট ৫ডোজ দিতে হয়, ৬-১০-১৪সপ্তাহে এবং ৯মাস এবং ১৫মাস বয়সে।
  • IPV (ইনএক্টিভেটেড পোলিও ভ্যাক্সিন) পোলিও রোগ প্রতিরোধে ১৪তম সপ্তাহে দিতে হয়।
  • Pentavalent (পেন্টাভালেন্ট- DPT, Hep-B, Hib) ভ্যাক্সিন ডিপথেরিয়া, হুপিং-কাশি, ধনুষ্টঙ্কার, হেপাটাইটিস-বি, মেনিনজাইটিস ও নিউমোনিয়া রোগ প্রতিরোধে মোট তিন ডোজ, ৬-১০-১৪সপ্তাহে দিতে হয়।
  • PCV (নিউমোকক্কাল কনজোগেইট ভ্যাক্সিন) নিউমোনিয়া রোগ প্রতিরোধে মোট তিন ডোজ, ৬-১০-১৮তম সপ্তাহে দিতে হয়।
  • MR Vaccine (মিজেলস্‌ রুবেলা ভ্যাক্সিন) হাম এবং রুবেলা রোগ প্রতিরোধে ৯মাস বয়স পূর্ণ হবার পর দিতে হয়।
  • Measles Vaccine (মিজেলস্‌ ভ্যাক্সিন) হাম রোগ প্রতিরোধে ১৫মাস পূর্ণ হবার পর দিতে হয়।

প্রয়োজনীয় তথ্য:

  • একই টিকার দুই ডোজের মধ্যে কমপক্ষে ২৮ দিনের বিরতি থাকতে হবে।
  • একই দিনে একাধিক টিকা দিলে কোনো সমস্যা নেই।
  • কোনো কারণে তারিখ পার হয়ে গেলে পোলিও, ডিপিটি, হেপাটাইটিস বি তারিখের অনেক পরে এমনকি এক বছর পরে দিতেও সমস্যা নেই।
  • পোলিও টিকা মুখে খেতে হয় বলে ডায়রিয়া থাকলে শিডিউলের ডোজ খাওয়ানোর পর ২৮ দিন বিরতিতে একটি অতিরিক্ত ডোজ খাওয়ানো হয়।
  • বিসিজি টিকা দেয়ার এক মাসের মধ্যে টিকার স্থানে ক্ষত হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই।
  • ছোটখাটো সামান্য অসুস্থতা যেমন: জ্বর, বমি, ডায়রিয়া ইত্যাদি কারণে টিকাদান স্থগিত করার কারণ নেই। তবে মারাত্মক অসুস্থ শিশু, খিঁচুনি হচ্ছে এমন শিশু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল শিশুকে টিকা দেয়া উচিত নয়।

আপনার নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্রে সবগুলো টিকা বিনামূল্যে পাওয়া যায়।

ডা. এনামুল হক এনাম : প্রভাষক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.