Sylhet Today 24 PRINT

সৌরজগতের বাইরে নতুন গ্রহ

নিউজ ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৪

পৃথিবী থেকে ১৮০ আলোকবর্ষ দূরে ‘এইচআইপি ১১৬৪৫৪বি’নামে সৌরজগতের বাইরে নতুন গ্রহের অস্তিত্ব নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যাসে পৃথিবীর থেকে ২.৫ গুণ বড় এইচআইপি ১১৬৪৫৪বি।
নাসা গবেষকদের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ইয়াহু নিউজ জানিয়েছে, এইচআইপি ১১৬৪৫৪বি সূর্য থেকে কিছুটা ছোট ও শীতল একটি নক্ষত্রকে ঘিরে ঘুরছে। পুরো কক্ষপথ ঘুরতে এর সময় লাগে প্রায় নয় দিন।
নতুন এই গ্রহ আবিষ্কার কেপলারের জন্য একটি বড় অর্জন। ২০১৩ সালের গ্রীষ্মেই ‘রিঅ্যাকশন হুইলের’ জটিলতায় হুমকির মুখে পড়েছিল কেপলার মহাকাশ যানের পুরো মিশন। শেষ পর্যন্ত নাসার বিজ্ঞানীদের উদ্ভাবনী ক্ষমতার ফলে কার্যক্ষমতা ফিরে পেয়েছে মহাকাশযানটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.