Sylhet Today 24 PRINT

৬৯ বছর পর আজ আবার সুপারমুন, চাঁদ হবে ১৪ শতাংশ বড়

সিলেটটুডে অনলাইন ডেস্ক |  ১৪ নভেম্বর, ২০১৬

আজ সোমবার (১৪ নভেম্বর) দেখা যাবে বিশেষ এক চাঁদ, যাকে বলা হচ্ছে সুপারমুন। এ পূর্ণিমায় চাঁদ পৃথিবীর অনেক কাছাকাছি চলে আসে বলেই এমন নামকরণ।

আজকের সুপারমুনটি এ বছর হওয়া অন্য সকল সুপারমুনের থেকে ভিন্ন। কারণ এই দিনটিতে চাঁদ চলে আসবে পৃথিবীর সবচেয়ে কাছে, সাধারণ দূরত্বের চেয়ে আরও প্রায় ৩১ হাজার মাইল কাছে।

পৃথিবীর অন্যান্য স্থানের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে এই অসাধারণ পূর্ণিমা। সোমবার বিকেল ৫.১৯ টার দিকে চাঁদ দেশের উত্তরপূর্ব আকাশে দেখা দেবে। আর সন্ধ্যা ৭.৫২ মিনিটে ঘটবে পূর্ণিমাটি।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, দূরত্ব কমে যাওয়ার কারণে সোমবারের সুপারমুনে আকাশে চাঁদের আকার হবে অন্য সময়ের চেয়ে ১৪ শতাংশ বড় আর উজ্জ্বলতা হবে ৩০ শতাংশ বেশি।

তাই এবারের পূর্ণিমায় চাঁদ আমাদের কাছে ধরা দেবে বিশাল আকার আর চোখ ধাঁধানো উজ্জ্বলতা নিয়ে। পৃথিবীর এতটা কাছে চাঁদ সর্বশেষ এসেছিল প্রায় ৬৯ বছর আগে, ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। আজকের পর এমন বিশাল সুপারমুন দেখা যাবে ২০৩৪ সালের ২৫ নভেম্বর, অর্থাৎ আজ থেকে ১৮ বছর পর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.