Sylhet Today 24 PRINT

ভাগ্য ফেরাতে কাল নাগিনী

জাহিদুল ইসলাম সবুজ |  ১০ মে, ২০১৭

ছবি : জাহিদুল ইসলাম সবুজ

কাল নাগিনী বাংলাদেশে প্রাপ্ত সাপগুলোর মধ্যে অন্যতম। এর বৈজ্ঞানিক নাম Chrysopelea ornate,  নাম শুনলেই অনেকে ভয়ে জড়সড় হয়ে যাবার কথা। কিন্তু বাস্তবে এটি একটি নির্বিষ সাপ।

বাংলাদেশের সিলেট, পার্বত্য চট্টগ্রাম ও সুন্দরবনে পাওয়া দেখা মিলে এদের।

তবে আমরা কমবেশি সবাই এই সাপের সাথে পরিচিত। গ্রামের হাট বাজারে এবং মাঝে মধ্যে শহরেও বেদেরা এই সাপ দিয়ে খেলা দেখায়।

খেলা দেখায় বললে ভুল হবে, মূলত এই সাপ অনেকাংশেই বেদের আয়ের বড় মাধ্যম। যার হাতে এই সাপ যাবে তার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে, তার স্বপ্ন পূরণ হবে, আর অবিশ্বাস করলে ক্ষতি হবে এমন সব গল্প বলে দর্শকদের বোকা বানিয়ে খেলা দেখায় বেদে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.