Sylhet Today 24 PRINT

প্লুটোর কাছাকাছি পৌঁছাল নিউ হরাইজন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ জুলাই, ২০১৫

নাসা’র বিজ্ঞানীরা জানাচ্ছেন, বামন গ্রহ ‘প্লুটো’র পাশ দিয়ে সফলভাবে নাসার মহাকাশযান উড়ে গেছে।

নয় বছর ধরে প্রায় ৫০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোকে প্রথমবারের মত পরিদর্শন করেছে মহাকাশযান ‘নিউ হরাইজন’।

নিউ হরাইজন নাসা’র বিজ্ঞানীদের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে। প্রতি সেকেন্ডে ১৪ কিলোমিটার বেগে প্লুটোর পাশ দিয়ে উড়েছে মহাকাশযানটি।

বিজ্ঞানীরা বলছেন, খুব দ্রুত এবং ভালোভাবেই প্লুটোর কাছে পৌঁছায় নিউ হরাইজন। যাত্রা শুরু করার পর বহু দূর থেকেই একের পর এক প্লুটোর ছবি পাঠিয়ে আসছে যানটি। তবে দূর থেকে পাঠানো ছবিগুলো স্পষ্ট ছিল না। মহাকাশযানটি গ্রহের যত কাছে গেছে ততই স্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো।

আগামীতে আরো বেশি ছবি ও নতুন নতুন তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা আশা করছেন, এই মহাকাশযান প্লুটো সম্পর্কে এমন সব তথ্য সংগ্রহ করতে পারবে যাতে সৌরজগতের প্রান্ত সম্পর্কে মানুষের ধারণাই বদলে যাবে। বিবিসি বাংলা।

উল্লেখ্য, প্লুটো ‍অভিমুখে নিউ হরাইজন-এর যাত্রা শুরু  হয় ২০০৬ সালের ১৯ জানুয়ারি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.