Sylhet Today 24 PRINT

একটি বৃক্ষের ‘বেঁচে’ ওঠার গল্প এবং...

ফারুখ আহমেদ  |  ১৬ সেপ্টেম্বর, ২০১৫

জলপাই গাছটি ঠিক রেলিং ঘেঁষে না হলেও একটি বেঞ্চ ঘেঁষে দাঁড়িয়েছিল। গাছটি কে রোপণ করেছিল সেই ইতিহাস নাই-বা জানলাম। তবে এখানে আসা লোকজন যারা বেঞ্চটিতে বসতেন তারা গাছের ছায়া পেতেন, প্রতিবছর গাছটির ফল খেয়ে তৃপ্ত হতেন অনেকে। গাছটি দাঁড়িয়েই ছিল কিন্তু দুই মাস আগের হঠাৎ এক ঝড়ে হেলে পড়ল গাছটি।

এত দিন নিঃস্বার্থ ছায়া, অক্সিজেন, ফল আর ফুলের সৌন্দর্য যে গাছটি বিলিয়ে চলেছিল গুলশান লেক পার্কের সেই গাছটি উদ্ধারে কেউ এগিয়ে এলেন না, তার প্রাণের আকুতি কেউ শুনতে পেলেন না। সবাই ভুলে গেলেন গাছটির দীর্ঘ নিঃস্বার্থ সেবা দানের কথা। গাছটিকে বাঁচানোর কোনো চেষ্টাই করলেন না কেউ। এভাবেই একদিন শুরু হল হেলে পড়া গাছটি থেকে ডাল-পালা কেটে নেওয়ার তোড়জোড়, এখানেও কোনো প্রতিবাদ ছিল না!

ভদ্রলোক আর সবার মতো প্রতিদিন প্রাতঃভ্রমণে আসেন। ব্যক্তিগত কাজে গত দুই মাস মালয়েশিয়া থাকায় প্রাতঃভ্রমণে আসা হয়নি। দেশে ফেরার পরই তার নজরে আসে গাছটি হেলে পড়েছে। একদিন তিনি খুব কাছে থেকে গাছটি লক্ষ্যে করে দেখেন ডালপালা কেটে নিলেও অবশিষ্ট যা ছিল তা থেকে নতুন পাতা গজাচ্ছে। এমন দৃশ্যে লোকটির আশা বেড়ে যায়। আমরা কিছু করার আগে ভাবি, কিছু একটা উদ্যোগ নেবার আগে অনেক চিন্তা করি। লোকটি ও সবের ধারে কাছেও গেলেন না। প্রথমে প্রাতর্ভ্রমণকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। তারপর ‘গাছটা মরেনি, মরেনি’ বলে চিত্কার শুরু করে দিলেন। অনেকেই কৌতূহলী হলো। গাছ নিয়ে এমন চিত্কার দেখে ব্যাপারটা অনেকের কাছে খুবই হাস্যকর ঠেকলো, পাগলের কাণ্ড ভেবে একটু চোখে বুলিয়ে চলে গেলেন কেউ কেউ। আবার দু’একজন এগিয়ে এলেন এবং গাছটি বেঁচে আছে দেখতে পেয়ে লোক-জন জড়ো করার চেষ্টা করলেন। এদের মধ্যে অন্যতম কাজী মামুন আর পারভেজ দারাইন। আর মৃত প্রায় গাছটিতে যিনি প্রথম প্রাণের ছোঁয়া দেখেছিলেন তিনি উলফাত কাদের।

প্রকৃতি প্রেমী ও প্রকৃতি রক্ষায় যারা কাজ করেন তারা খুব ভালো জানেন এসব ব্যাপারে আমরা কতটা উদাসীন, নির্বিকার। ক্রমাগত প্রকৃতি, গাছপালা, বন ধ্বংস হচ্ছে এই নিয়ে কোনো বিকার নেই। নিজেদের কথাই ভাবছি না, পশুপাখি তো অনেক দূরের কথা। প্রকৃতির প্রতিক্রিয়ার কথা ভাবছি না, ভাবছি না আমাদের অনিবার্য ধ্বংসের কথা। ঠিক সেই সময় জলপাই গাছটি গুলশান লেক পার্কের কিছু প্রাতর্ভ্রমণকারীদের সঙ্গে নিয়ে উলফাত কাদেরের প্রচেষ্টায় যেভাবে জীবন ফিরে পেলো, তা একটি দৃষ্টান্ত বটে। এবার আমরা আমাদের আশায় প্রাণ সঞ্চার করাতেই পারি। প্রকৃতির প্রতি এমন প্রগাঢ় ভালোবাসা আমাদের সবার মাঝে সম্প্রসারিত হোক। জলপাই গাছটি বেঁচে গেল। আসুন, এই উদাহরণকে সামনে রেখে প্রকৃতি সুরক্ষার বাস্তব সম্মত আন্দোলন গড়ে তুলি। এই সময় সারা দেশে সবুজের রক্ষক খুবই জরুরি!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.