Sylhet Today 24 PRINT

গুগল প্লে স্টোরে সুপ্রিম কোর্টের অ্যাপ

সিলেটটুডে ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২০

সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগে বিচারাধীন মামলার দৈনন্দিন কার্যতালিকা ও ফলাফল তাৎক্ষণিকভাবে জানার সুবিধা সংবলিত একটি অ্যাপ উন্মুক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে Supreme Court of Bangladesh-Cause List নামের এ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অ্যাপটি তৈরি করেছেন সুপ্রিম কোর্টের তথ্যপ্রযুক্তি শাখা ও অধস্তন আদালতের বিচারক মইন উদ্দিন কাদি।

অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, 'অ্যাপটি ব্যবহার করে বিচারপতি, আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থী জনগণ সহজেই সুপ্রিম কোর্টের কার্যতালিকায় থাকা মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পারবেন। কাগজে ছাপা দৈনন্দিন কার্যতালিকার বিকল্প হিসেবে এই অ্যাপটি ব্যবহার করা সহজ হবে। আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিচার বিভাগের অগ্রযাত্রায় এ অ্যাপটি একটি নতুন সংযোজন। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। অচিরেই অ্যাপল স্টোরে অ্যাপটি উন্মুক্ত করা হবে।'

তিনি আরও বলেন, 'বিচারপ্রার্থী জনগণের বিচারে প্রবেশাধিকারসহ ন্যায়বিচার নিশ্চিত করা ও বিচার প্রক্রিয়ায় সর্বস্তরে স্বচ্ছতা আনার জন্য সুপ্রিম কোর্ট বদ্ধপরিকর। তথ্যপ্রযুক্তির বিপ্লবের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হলে ডিজিটাল প্রযুক্তির দক্ষতা অর্জনের বিকল্প নেই।'

অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হন আইনমন্ত্রী আনিসুল হকও। তিনি বলেন, 'বাংলাদেশে ডিজিটালাইজেশনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এটা আমাদের এক বিরাট সাফল্য। আজকের এই অ্যাপ উদ্বোধন প্রমাণ করে, বিচার বিভাগও ডিজিটালাইজেশনে পিছিয়ে নেই। জনগণের কাছে বিচার ব্যবস্থার তথ্য পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হিসেবে যে অ্যাপ উদ্বোধন করা হলো, সেটা একটা দৃষ্টান্ত। এটা বিচার বিভাগের সাফল্যকে ত্বরান্বিত করবে।'

অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বলেন, 'অ্যাপটি ব্যবহার করে বিচারপ্রার্থী জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে। সাধারণ মানুষ তাদের মামলা সংক্রান্ত যে কোনো তথ্যই এখন এই অ্যাপে পাবেন।' সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের সঞ্চালনায় ভার্চুয়াল অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ আদালত সংশ্লিষ্টরা যুক্ত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.