Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় সংবাদ কনটেন্ট দেখানো বন্ধ করল ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২১

অস্ট্রেলিয়ায় ফেসবুক ব্যবহারকারীদের জন্য সংবাদ কনটেন্ট দেখা বা শেয়ার করার সুযোগ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি)  সিএনএনএর খবরে বলা হয়, অস্ট্রেলিয়াবাসী বৃহস্পতিবার সকাল থেকে তাদের ফেসবুক পেজে কোনো স্থানীয় বা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পেজ দেখতে পাচ্ছেন না।

এছাড়া বেশ কয়েকটি সরকারি দপ্তর ( স্বাস্থ্য সেবা, জরুরি বিষয়ক পেজসহ) অন্যান্য পেজও বন্ধ করে রেখেছিল ফেসবুক কর্তৃপক্ষ। পরে অবশ্য ফেসবুক জানিয়েছে, ভুলবশত এমনটা হয়েছে।

অস্ট্রেলিয়া সরকার বলছে, গণমাধ্যমের সংবাদ বন্ধ করে দেওয়ার ঘটনায় ফেসবুকের গ্রহণযোগ্যতা হুমকির মুখে পড়েছে। দেশটির তথ্য যোগাযোগ মন্ত্রী পল ফ্লেচার বলেছেন, নিউজ কনটেন্টে এই নিষেধাজ্ঞার ফলে ফেসবুকের ভাবমূর্তি আর অবস্থানের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে সেটা খুব সতর্কতার সঙ্গে ভাবতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.