Sylhet Today 24 PRINT

বাজারে এন্ট্রি লেভেলের স্মার্টফোন নিয়ে এলো স্যামসাং

আইসিটি ডেস্ক |  ০১ মার্চ, ২০২১

ভিয়েতনামের বাজারে সম্প্রতি গ্যালাক্সি এম১২ অবমুক্ত করেছে স্যামসাং। এবার ফোনটি অন্যান্য দেশের বাজারেও পাওয়া যাবে। এটি একটি এন্ট্রি লেভেলের ফোন। গ্যালাক্সি এম১২ ফোনটিতে ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে এইচডি প্লাস রেজুলেশন পাওয়া যাবে। ফোনটিতে ইনফিনিটি ভি নচ দেয়া হয়েছে।

নতুন ফোনে রয়েছে চারটি ক্যামেরা, প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল। ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সরসহ ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটারের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এছাড়া থাকছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

ফোনে ব্যবহার করা হয়েছে এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে। ফোনের পেছনে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরনের ধাতু, যার ফলে ফোনটি হাতে নিয়ে ব্যবহারে আরাম পাওয়া যাবে। গ্যালাক্সি এম১২ স্মার্টফোনের ভেতরে রয়েছে অক্টা-কোর প্রসেসর।     

৩ জিবি র‌্যাম ৩২ জিবি স্টোরেজ, ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‌্যাম ১২৮ জিবি স্টোরেজে ফোনটি কিনতে পাওয়া যাবে। এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

থাকছে ৬০০০ এমএএইচ ব্যাটারি। ফোরজি নেটওয়ার্কে এক চার্জে ৫৮ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে। ফোনটির ওজন মাত্র ২২১ গ্রাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.