Sylhet Today 24 PRINT

শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনে কেনা হচ্ছে ৮৫ হাজার ল্যাপটপসহ প্রযুক্তি সামগ্রী

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মার্চ, ২০২১

সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য ৮৫ হাজার ল্যাপটপসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি সামগ্রী কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তথ্যপ্রযুক্তি বিভাগের এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

অর্থমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের জন্য ৪৮৭ কোটি ২১ লাখ টাকার কেনাকাটা প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাহিদা আক্তার জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অধীনে 'শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (দ্বিতীয় পর্যায়)' প্রকল্পের আওতায় পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপসহ এসব সরঞ্জাম বিতরণ করা হবে। ৮৫ হাজার ল্যাপটপ ছাড়াও পাঁচ হাজার ওয়েবক্যামেরা, পাঁচ হাজার রাউটার এবং পাঁচ হাজার নেটওয়ার্ক সুইচসহ অন্যান্য সামগ্রী কেনা হবে।

তিনি বলেন, সরকারি ক্রয় বিধিমালা মেনে সর্বনিম্ন দরদাতাকে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.