Sylhet Today 24 PRINT

ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপে ঢুকতে সমস্যা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০২১

দেশের নানা জায়গায় ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না ইন্টারনেট ব্যবহারকারীরা। শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে এ সমস্যা দেখা দেয়।

কী কারণে এই সমস্যা হচ্ছে এনিয়ে ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

এদিকে, ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারের অসুবিধার বিষয়ে ইন্টারনেট সার্ভিস সরবরাহকারীরা বলছেন, “সরকারের হাতে ফেসবুক ডাউন করার প্রযুক্তি আছে। বিষয়টি আমাদের হাতে নেই।”

শুক্রবার দুপুরের পর রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ-সংঘর্ষ হয়। হাটহাজারীতে চারজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করেই এই বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে বলে জানা যায়। তাই ঢাকার কিছু এলাকা ও চট্টগ্রামের হাটহাজারীতে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে অপারেটর সূত্রে। তবে এনিয়ে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.