Sylhet Today 24 PRINT

চীনে বন্ধ হলো গুগলের জিমেইল, কারণটা রাজনৈতিক

নিউজ ডেস্ক  |  ২৯ ডিসেম্বর, ২০১৪

গ্রেট ফায়ারওয়াল অব চায়না নামে বিশ্বের সবচেয়ে কার্যকর ইন্টারনেট সেন্সরশিপ পদ্ধতি চালু রয়েছে চীনে। এর বলী হলো জিমেইল। ২৯ ডিসেম্বর চীন বন্ধ করে দিয়েছে গুগলের জিমেইল সেবা। মূল কারণটা অবশ্য রাজনৈতিক,  কমিউনিস্ট পার্টির নেতাদের মতের বিরোধী কোনো প্রচারণা ও তাঁদের মতাদর্শকে চ্যালেঞ্জ করতে পারে, এমন কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে  চীন।



 

চীনের ওয়েব সেন্সরশিপ-বিরোধী গ্রেটফায়ার নামের এক সংস্থার দাবি, চীনের ইন্টারনেট ব্যবস্থার ওপর নজরদারি ও ওয়েব সেন্সরকারী গ্রেট ফায়ারওয়ালই এর জন্য দায়ী। গত ২৬ ডিসেম্বর থেকে জিমেইল ব্যবহারের সুযোগ কমতে থাকে, সূত্র বার্তা সংস্থা রয়টার্স

 



গ্রেটফায়ার সংস্থার এক কর্মী দাবি করেন, আমার মনে হয়, চীনে গুগলের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করছে সরকার। এ ছাড়া গুগলের ব্যবসাও কমানোর চেষ্টা করছে। এদিকে জিমেইল কর্তৃপক্ষ হঠাৎ চীনে জিমেইল ব্যবহারের হার কমে যাওয়ার প্রমাণ পেয়েছে বলে জানিয়েছে

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.