Sylhet Today 24 PRINT

ফেসবুকে আসছে ‘জয়েন্ট একাউন্ট’ খোলার সুবিধা

টেক ডেস্ক |  ২৪ নভেম্বর, ২০১৫

জয়েন্ট একাউন্ট খোলার ধারণা বহুলভাবে প্রচলিত ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে। এবার এ ধরনের সুবিধা নিয়ে আসছে ফেসবুক কর্তৃপক্ষ।

ঘটনাটি অবাক হওয়ার মত শোনালেও এটাই সত্য। এমনটাই জানা গেছে ফেসবুক সূত্রে। তবে সুবিধাটি পাওয়া যাবে কেবল ভারতে।

ব্যাংকের মত ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খোলার সময় অপশন আসবে 'জয়েন্ট' নাকি 'সিঙ্গেল'? এর মধ্যে জয়েন্টে ক্লিক করে প্রিয়জনের সঙ্গে খোলা যাবে ফেসবুক অ্যাকাউন্ট।

তারপর যদি দুজনই অ্যাকাউন্টটি আলাদাভাবে পরিচালনা করতে চান, তাহলে তাও করতে পারেন দুরকম পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে।

আর যদি মনে করেন আলাদা নয়, একসঙ্গে অ্যাকাইন্টটি চালাবেন তবে একই পাসওয়ার্ডে তা চালানো যাবে।

জয়েন্ট অ্যাকাউন্ট হলেও দুজনের অ্যাকাউন্টের সব বন্ধুরা চলে আসবেন ওই একটি অ্যাকাউন্টে। এরপর যদি প্রিয়জনের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, তাহলে জয়েন্ট অ্যাকাউন্ট ভেঙে আলাদাভাবেও ব্যবহার করা যাবে।

ফলে বিচ্ছেদের পরেও কোনো সমস্যা তৈরি হবে না।

যারা সাধারণত বাবা-মায়ের পছন্দে বিয়ে করেন তাদের জন্য এই প্রযুক্তি খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। কেননা ফেসবুকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলে অনায়াসেই দুজন বুঝে নিতে পারবেন দুজনকে।

শুধু নিজের প্রিয়জন নয়, ব্যাংকের মতই নিজের সন্তানের সঙ্গেও ফেসবুকে খোলা যাবে জয়েন্ট অ্যাকাউন্ট। সূত্র: জি-নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.