Sylhet Today 24 PRINT

ফেসবুকে তারানা হালিমের নামে ভুয়া পেজ থেকে পোস্ট

সিলেটটুডে ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে সেখান থেকে পোস্ট দেওয়া হচ্ছে।

দেশে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও বিকল্প প্রযুক্তিতে ফেসবুক ব্যবহার করে ওই পেজ থেকে তারানা হালিমের নামে পোস্ট দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রীর ধারণা, জামায়াতের লোকজন ফেসবুকে ভুয়া পেজ খুলে পোস্ট দিচ্ছেন।

তিনি জানান, গত ১৮ নভেম্বর ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত হওয়ার পর থেকেই তার ভেরিফাইড ফেসবুক পেজটি বন্ধ রেখেছেন। এছাড়া তিনি বিকল্প পথে ফেসবুক ব্যবহার করছেন না বলেও জানান।

তারানা হালিম বলেন, সম্ভবত জামায়াতপন্থীরা এই ভুয়া ফেসবুক পেজ খুলে তার সম্মানহানীর চেষ্টা করছেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এনায়েত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ একটি যা 'Tarana Halim' নামে আছে। এর বাইরে তার আর কোনও অফিসিয়াল বা আনঅফিসিয়াল পেজ নেই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্য পেজ যেগুলো তার নামে আছে সেগুলো ভুয়া এবং সেসব বন্ধ করার জন্য ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। তার একমাত্র ভেরিফাইড ফেসবুক পেজ সরকারি নির্দেশনা দেওয়ার দিন থেকেই বন্ধ ও ব্লক করা আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.