Sylhet Today 24 PRINT

অবশেষে খুলল ফেসবুক

সিলেটটুডে ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০১৫

দীর্ঘ তিন সপ্তাহ বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে খুলে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বেলা দেড়টায় মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, “সরকারের নির্দেশনা এই মাত্র আমার হাতে এসেছে। জনগণের জন্য ফেসবুক খুলে দিচ্ছি।”

তবে ভাইবার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা অন্যান্য মোবাইল অ্যাপগুলোর বিষয়ে ‘পরে সিদ্ধান্ত হবে’ বলে জানান তিনি।

এরপর ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনেই বিটিআরসি চেয়ারম্যানকে ফোন করে এখনই ফেসবুক খুলে দিতে নির্দেশ দেন। এর কিছুক্ষণের মধ্যেই ফেসবুক খুলে যায়।

উল্লেখ্য, যুদ্ধাপরাধী শাকা চৌধুরী ও আলী আহসান মুজাহিদের ফাঁসির দণ্ডকে কেন্দ্র করে সারাদেশে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর ফেসবুক বন্ধ করা হয়। ২২ ডিসেম্বর এ দুই শীর্ষ যুদ্ধাপরাধীর দণ্ড কার্যকরের আরও ১৮ দিন পর খুলে দেওয়া হলো বাংলাদেশে ফেসবুকের গেটওয়ে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.