Sylhet Today 24 PRINT

ইউক্রেনের রেলস্টেশনে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫২

আন্তর্জাতিক ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কের রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ এ দাঁড়িয়েছে। আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো এক টেলিগ্রাম বার্তায় এ সংখ্যা নিশ্চিত করেন। খবর আল-জাজিরার।

এক টেলিগ্রাম পোস্টে আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৫২ হয়েছে, এর মধ্যে অন্তত ৫ জন শিশু রয়েছে।

এদিকে হামলার নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া আরও একটি যুদ্ধাপরাধ করেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ার করেন জেলেনস্কি।

ইউক্রেনের একেবারে পূর্বাঞ্চলে এখনো চালু থাকা স্টেশনগুলোর একটি ক্রামাতোরস্ক স্টেশন। শহরটির মেয়র আলেকসান্দের হনশারেঙ্কো বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনাটি ঘটে। তখন স্টেশনটিতে অন্তত চার হাজার মানুষ ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.