Sylhet Today 24 PRINT

মাস্ক টুইটার কেনার মান নিয়ে শঙ্কায় বিল গেটস

সিলেটটুডে ডেস্ক |  ০৬ মে, ২০২২

ইলন মাস্ক টুইটার কেনায় টুইটারের মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিল গেটস।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস সতর্ক করে বলেছেন, ইলন মাস্ক টুইটারকে আরও খারাপ অবস্থায় নিয়ে যেতে পারে। তথ্য ও কমেন্টের মডারেশন ঠিকমতো করতে না পারলে এ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আরও বেশি পরিমাণে ভুল তথ্য ছড়িয়ে পড়তে পারে।

বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন বিল গেটস।

সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনি ব্যক্তি ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছেন। খবর এনডিটিভির।

সাক্ষাৎকারে গেটস মাস্কের টেসলা ও স্পেস এক্সের মতো সফল ব্যবসা দাঁড় করানোর অসামান্য ট্র্যাক রেকর্ডের প্রশংসা করেন এবং দাবি করেন, মাস্ক তার প্রতিযোগীদের চেয়ে বেশি সাহসী ব্যবসায়িক কৌশল অবলম্বন করেন এবং কীভাবে সফল হতে হয়, তা দেখিয়ে দেন।

গেটস বলেন, এবার বিষয়টি এরকম হবে কিনা, সে বিষয়ে আমার সন্দেহ আছে। তবে আমাদের খোলা মন রাখতে হবে এবং কখনোই ইলনকে হালকাভাবে নেওয়া যাবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.