Sylhet Today 24 PRINT

ফেসবুকের ইনস্ট্যান্ট আর্টিকলস অ্যানড্রয়েডেও

নিউজ ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫

আইওএসের পাশাপাশি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ডিভাইসেও ব্যবহার করা যাবে ফেসবুকের ‘ইনস্ট্যান্ট আর্টিকলস’।

ফিচারটি কাজে লাগিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম বা প্রকাশকের কনটেন্ট সরাসরি পড়ার সুযোগ মিলবে। অর্থাৎ ফেসবুকে থাকা অবস্থায়ই বিভিন্ন কনটেন্ট বিভিন্ন সংবাদমাধ্যমে যেভাবে প্রকাশিত হয়েছে, ঠিক সেভাবেই পড়া যাবে। এ জন্য সংবাদমাধ্যমগুলো আলাদাভাবে সার্চ করার প্রয়োজন হবে না।

এসব কনটেন্ট চাইলে বন্ধুদের সঙ্গে বিনিময়ও করা যাবে। এরই মধ্যে প্রায় ৩৫০ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ফেসবুক কর্তৃপক্ষ। চুক্তির আওতায় প্রতিদিন ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের ১০০টি কনটেন্ট প্রদর্শন করা হবে।

ইনস্ট্যান্ট আর্টিকলস ফিচারটি ফেসবুক ব্যবহারকারীদের নিউজ ফিডের ডান দিকের ওপরে আইকন আকারে প্রদর্শন করা হবে। আইকনটিতে ক্লিক করলেই কনটেন্ট পড়া যাবে।

অন্যদিকে নিজেদের প্রকাশিত কনটেন্টে বিজ্ঞাপন প্রচারের সুযোগ পাবে প্রতিষ্ঠানগুলো। এত দিন পরীক্ষামূলকভাবে নির্দিষ্টসংখ্যক অ্যানড্রয়েড ব্যবহারকারী এই সুযোগ ব্যবহার করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.